খুলনা বিভাগে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ২০ প্রতিষ্ঠানকে জরিমানা

মাসুদ আল হাসান, খুলনা প্রতিনিধি :
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগের আওতাধীন ১১টি টিম বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) একযোগে অভিযান চালিয়ে ২০টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে।
অভিযানে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার ট্রাকস্ট্যান্ড এলাকায় রয়েল সেভেন ট্রেডার্সকে পণ্য যথাযথভাবে সরবরাহ না করায় ১০ হাজার টাকা, এস এ এন্টারপ্রাইজকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ৩ হাজার টাকা এবং সাদিয়া টি হাউজকে মোড়ক ব্যবহার না করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া জেলার বাইরে অভিযানে—মাগুরা: ১০ হাজার টাকা ,যশোর: ২ হাজার টাকা ,সাতক্ষীরা: ১ হাজার টাকা ,ঝিনাইদহ: ১০ হাজার টাকা ,নড়াইল: ৪ হাজার ৫০০ টাকা ,চুয়াডাঙ্গা: ১৫ হাজার টাকা ,কুষ্টিয়া: ৫ হাজার টাকা, বাগেরহাট: ৬ হাজার ৫০০ টাকা ,খুলনা জেলা: ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে চাল, ভোজ্য তেল, গ্যাস, ওষুধ, আলু, পেঁয়াজ, সবজি, মুরগি ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং ব্যবসায়ীদের সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।