নামের মিলেই শিক্ষার্থীদের ভোগান্তি রূপসা কলেজ কর্তৃপক্ষের নতুন নামকরণের প্রস্তাব

খুলনা জেলা প্রতিনিধি :
খুলনার রূপসা উপজেলায় একই ধরনের নাম বহনকারী দুই কলেজের কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিভ্রান্তি দেখা দিয়েছে। বিষয়টি সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন স্থানীয় শিক্ষাবিদরা।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে রূপসা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল্লাহ জানান, ১৯৮৬ সালে যাত্রা শুরু করা রূপসা কলেজ দীর্ঘ প্রায় চার দশক ধরে এলাকার শিক্ষার বিস্তারে অবদান রেখে আসছে।
তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি সরকার “বঙ্গবন্ধু কলেজ”-এর নাম পরিবর্তন করে “রূপসা সরকারি কলেজ” ঘোষণা করেছে। ফলে দুটি কলেজের নাম কাছাকাছি হওয়ায় অফিসিয়াল চিঠিপত্র এক কলেজের বদলে অন্য কলেজে পৌঁছে যাচ্ছে। এমনকি অনলাইন ভর্তি কার্যক্রমেও শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছেন। এর প্রভাবে চলতি বছরে অনার্স কোর্সে আবেদনকারীর সংখ্যা নেমে এসেছে মাত্র ২৫-এ।
বিভ্রান্তি নিরসনে কলেজ কর্তৃপক্ষ দাবি জানিয়েছে, নতুন সরকারি কলেজটির নাম পরিবর্তন করে “সরকারি ভৈরব কলেজ” অথবা “সরকারি বেলফুলিয়া কলেজ” রাখা হোক।
সংবাদ সম্মেলনে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবক প্রতিনিধিরা উপস্থিত থেকে এ দাবি জানান। একইসঙ্গে মানববন্ধন কর্মসূচির মাধ্যমেও দ্রুত সমাধানের আহ্বান জানানো হয়।