৪৭তম বিসিএস এর বিভিন্ন ক্যাডারের পরীক্ষা চলাকালে কেএমপির আদেশ

খুলনা জেলা প্রতিনিধি :
খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় পুলিশ কমিশনার এর প্রদত্ত ক্ষমতাবলে আগামী ১৯ সেপ্টেম্বর-২০২৫ তারিখ (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খুলনা মেট্রোপলিটন এলাকায় ৪৭তম বিসিএস এর বিভিন্ন ক্যাডারের প্রিলিমিনারী পরীক্ষা (MCQ Type) চলাকালীন নিম্নলিখিত আদেশ বলবৎ থাকবে।
১৯ সেপ্টেম্বর পরীক্ষার দিন সকাল আটটা থেকে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে ২০০ গজের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোন পদার্থ বহন করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার লাউড স্পীকার বা ঐ জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোন শব্দ করতে পারবেন না। এছাড়া পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ২০০ গজের মধ্যে ফটোস্ট্যাট মেশিন বন্ধ রাখতে হবে।
এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।খুলনা মহানগরের ২৫টি কেন্দ্রে বিসিএস এর বিভিন্ন ক্যাডারের প্রিলিমিনারী পরীক্ষা (MCQ Type) অনুষ্ঠিত হবে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার স্বাক্ষরিত এক আদেশে এসকল তথ্য জানানো হয়েছে। ##