সংবাদ শিরোনাম

তারুণ্যের উৎসবে চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দল

 প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন   |   জেলার খবর

তারুণ্যের উৎসবে চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫। তরুণদের অংশগ্রহণে মুখরিত এ আয়োজনকে ঘিরে জেলা স্টেডিয়ামে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত ফাইনালে কুষ্টিয়া জেলা ফুটবল দলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন স্বাগতিক চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল দল।

খেলা শুরুর প্রথম থেকেই দুই দলই আক্রমণ-প্রতিআক্রমণে খেলায় গতি এনে দর্শকদের মুগ্ধ করে। তবে একের পর এক গোল করে এগিয়ে যায় চাঁপাইনবাবগঞ্জ। শেষ মুহূর্ত পর্যন্ত কুষ্টিয়া প্রতিআক্রমণে ব্যস্ত থাকলেও স্বাগতিকদের শক্তিশালী ডিফেন্স ও দক্ষ গোলরক্ষকের সামনে ব্যর্থ হয় তারা। ফলে বড় ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা   ফুটবল দল।


খেলা শেষে এক উৎসবমুখর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, বিপিএম-সেবা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, তারুণ্যের এ উৎসব শুধুই ফুটবল খেলা নয়, বরং আগামী প্রজন্মকে সুস্থ ও সুন্দর জীবনধারায় গড়ে তোলার একটি মঞ্চ। তরুণরা খেলাধুলার মাধ্যমে যেমন শৃঙ্খলা, দলগত চেতনা ও প্রতিযোগিতার মানসিকতা অর্জন করে, তেমনি সমাজ থেকেও অবক্ষয় দূর হয়। চাঁপাইনবাবগঞ্জের ফুটবলাররা আজ মাঠে যে সাফল্য দেখিয়েছে, তা গোটা দেশের জন্যই গর্বের।

অনুষ্ঠানে অতিথিরা বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

খেলার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। সংগঠনের নেতারা জানান, এই আয়োজন কেবল একটি খেলাধুলার প্রতিযোগিতা নয়, বরং তরুণ প্রজন্মকে সুস্থ ধারায় গড়ে তোলার এক মহৎ প্রচেষ্টা।