সংবাদ শিরোনাম

মদনপুরে মিনিবার ফুটবল ফাইনালে টাইব্রেকারে সানি ভূঁইয়া একাদশের জয়

 প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন   |   জাতীয়

মদনপুরে মিনিবার ফুটবল ফাইনালে টাইব্রেকারে সানি ভূঁইয়া একাদশের জয়

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর উত্তরপাড়ায় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সানি ভূঁইয়া একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে শুক্কুর সাহেবের মসজিদ সংলগ্ন মাঠে যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

রোমাঞ্চকর ফাইনালে নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে গড়ায়। সেখানে সানি ভূঁইয়া একাদশ ৩-২ গোলে কাশীপুর একাদশকে হারিয়ে শিরোপা ঘরে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। সভাপতিত্ব করেন মদনপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন।

সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন বন্দর উপজেলা তাঁতী দলের সভাপতি আলমগীর হোসেন। খেলার ধারাভাষ্য দেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ধারাভাষ্যকার মিলন বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অহিদ ভূঁইয়া, বন্দর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু, ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মেম্বার, সাংগঠনিক সম্পাদক গাজী আমির হামজা, সমাজসেবক কাবিল মিয়া, হাজী আব্দুল হক সুপার মার্কেটের পরিচালক রুহুল আমিন প্রধান, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মনির হোসেন, সাবেক সদস্য সচিব জুয়েল আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক সজীব হোসেন প্রমুখ।

এছাড়াও নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সহ-সভাপতি ও বন্দর থানা জিয়া মঞ্চের আহ্বায়ক এস এম আল আমিন, বন্দর উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব আনোয়ার প্রধান, যুগ্ম আহ্বায়ক বাবু মোল্লা, মদনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী নূর নবী, মদনপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক হান্নান মিয়া, সদস্য সচিব রাসেল অভি, মদনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলা দেখতে মাঠে বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত হয়ে ফাইনালের রোমাঞ্চ উপভোগ করেন।