সংবাদ শিরোনাম

বাংলাদেশ এখন ডিজিটাল রূপান্তরের পথে, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাও এই অগ্রযাত্রার অংশীদার - ফয়েজ আহমদ তৈয়্যব

 প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন   |   জাতীয়

বাংলাদেশ এখন ডিজিটাল রূপান্তরের পথে, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাও এই অগ্রযাত্রার অংশীদার   - ফয়েজ আহমদ তৈয়্যব

কুমিল্লা, ৩ আশ্বিন (১৮ সেপ্টেম্বর):

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, বাংলাদেশ এখন ডিজিটাল রূপান্তরের পথে। কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাও এই অগ্রযাত্রার অংশীদার। প্রাথমিক পর্যায় থেকে তাদের ডিজিটাল দক্ষতা অর্জন ভবিষ্যতে জ্ঞানভিত্তিক সমাজ ও টেকসই অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার চাইছে, দেশের সব স্তরের শিক্ষার্থীদের জন্য প্রযুক্তি শিক্ষা সহজলভ্য করতে। এ প্রশিক্ষণ কর্মশালা সেই লক্ষ্য পূরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বিশেষ সহকারী আজ কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য প্রাথমিক ডিজিটাল দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

বিশেষ সহকারী বলেন, যুগের চাহিদা অনুযায়ী ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে কওমি শিক্ষার্থীরা অনলাইন শিক্ষাসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবে, যা তাদের কর্মসংস্থানের সুযোগ বাড়াবে এবং সমাজের সার্বিক উন্নয়নে অবদান রাখবে। এরপর আইসিটি বিভাগের মাধ্যমে আমরা তাদের উচ্চস্তরের প্রশিক্ষণ করাবো। 

উল্লেখ্য, মোট ১৬০ জন কওমি শিক্ষার্থী আটটি ব্যাচে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত ‘এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (এজ)’ প্রকল্পের সহায়তায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। 

এর আগে ফয়েজ আহমদ তৈয়্যব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ডেটা গভর্নেন্স এন্ড ইন্টারঅপেরাবিলিটি বিষয়ে সেশন পরিচালনা করেন।

বার্ড-এর মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল হাসান, কাসেমুল উলুম মাদ্রাসার মুহতামিম আল্লামা আব্দুর রাজ্জাক। এছাড়া কুমিল্লার বার্ডের কর্মকর্তাবৃন্দ, এজ প্রকল্পের প্রশিক্ষক এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।