ফরিদা পারভীনের প্রতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের শ্রদ্ধা নিবেদন

ঢাকা, ৩০ ভাদ্র (১৪ সেপ্টেম্বর):
বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীনের মরদেহ আজ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি বিষয়ক সচিব মোঃ মফিদুর রহমান।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, লালন সঙ্গীতসহ বাংলার গান তিনি সযত্নে ধারণ ও প্রচার করেছেন। তাঁর কণ্ঠে লালনের গান শুধু সুরেলা আবেগেই ভাসায়নি, আমাদের সংস্কৃতির অন্তর্লীন দর্শন ও জীবনবোধকেও নতুন মাত্রায় তুলে ধরেছিল। তাঁর শিল্পচর্চা প্রজন্মের পর প্রজন্মকে প্রেরণা জুগিয়েছে। শিল্পীর স্মৃতি রক্ষার্থে মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি জানান।