চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, ট্রাক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ফতেপুর গ্রামে আজ দুপুর আনুমানিক ১:৩০ টায় এক সড়ক দুর্ঘটনায় আবুল কালাম আজাদ (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আবুল কালাম নাচোল থানার নয়াদিয়াড়ী গ্রামের মোঃ সাদেক আলীর ছেলে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, ট্রাক আটক
ওসি আরও জানান, আবুল কালাম আজাদ পালসার মোটরসাইকেলে করে তার নিজ বাড়ি থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে ফতেপুর গ্রামের জালাল উদ্দিনের বাড়ির সামনে চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ট-২০-০৩৬৫) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবুল কালামের শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে, এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় লোকজন ঘটনার পর ট্রাকটি আটক করলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান। নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।